ভৈরবে আট কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি প্রাইভেটকারসহ আট কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার গজারিয়াপাড়া গ্রামের ফারুক মিয়া (৩৫) ও মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মাঝেরকান্দি মোল্লা বাড়ির মিরাজ মিয়া (২৯)।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা করে জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের দুর্জয় মোড়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তল্লাশি করে তার মধ্য থেকে আট কেজি গাঁজাসহ গাড়িটিও জব্দ করা হয়। আটককৃতরা প্রাইভেটকারে করে মাদকদ্রব্য পাচার করছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়।
গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো.শাহিন।