ভৈরবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
কিশোরগঞ্জের ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এ আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শতাধিক সম্মানিত পীর-মাশায়েক, ওলামায়েকেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক, শিক্ষাবিদসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে।
সংগঠনের ভৈরব উপজেলা শাখার সভাপতি কবির রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ইমাম আলহাজ মাওলানা হাবিবুর রহমান নেজামী, সাংগঠনিক সম্পাদক শহিদুল আমিন সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দয়াময় আল্লাহতালার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবজাতির জন্য সত্যের আলো ও মুক্তির উৎস হিসেবে মহামানব হজরত মোহাম্মদ (সা.)কে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই তাঁর জন্মদিন মানে মহা শোকরিয়া ও ঈদে আজম বা মিলাদুন্নবীর দিন।
রাসুল (সা.) এর জীবনাদর্শই মানবজাতির একমাত্র ও সেরা দর্শন। যাতে মানবজাতির জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ আর ইহকাল ও পরকালের মুক্তির পথ। তাই সেই মহান নবীর আদর্শ আমাদের ধারণ করতে হবে। তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরে চলতে হবে।
সকাল সাড়ে ১০টার দিকে শহরের কমলপুর মনু বেপারিবাড়ির মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।