ভৈরবে করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধন

Looks like you've blocked notifications!
ভৈরবে করোনার চতুর্থধাপের গণটিকা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকায় করোনাভাইরাসের গণটিকা কার্যক্রমের চতুর্থধাপের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার উপস্বাস্থ্যকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু।

এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম উপস্থিত ছিলেন। পৌর মাতৃসদন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় পৌরসভার ১২টি ওয়ার্ডের আটটি ব্লকে সপ্তাহের রোববার ও মঙ্গলবার দুই হাজার জনকে এ গণটিকা দেওয়া হবে। ১৮ থেকে তদূর্ধ্ব বয়সীরা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে উপস্থিত হলেই টিকা নিতে পারবেন। এজন্য আগে থেকে নিবন্ধন করা লাগবে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদ আলম জানান, আপাতত ১৬ হাজার লোকের টার্গেট নিয়ে এ কার্যক্রম শুরু হলেও প্রত্যেক ব্যক্তিকে এ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে।