ভৈরবে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/03/voirab.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে বেবী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিবপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথের ভৈরবের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেবী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ সকালে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. আবু সাইদ জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। স্বজনদের দাবি, নিহত নারী একজন মানসিক রোগী। তাই স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।