ভৈরবে ট্রেন থেকে ১২ কেজি গাঁজা জব্দ, একজন আটক
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মাইনুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তাঁকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।
আটককৃত মাইনুল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ গ্রামের ভূঁইয়াবড়ির মৃত তাহের মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করছিলেন কুলাউড়া রেলওয়ে থানার কনস্টেবল নাঈম মিয়া। এ সময় ট্রেনের ‘খ’ বগিতে (কেবিন) মাইনুল নামের এক ব্যক্তিকে একা বসে থাকতে দেখে কনস্টেবল নাঈমের সন্দেহ হয়। এ সময় ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করে যাচ্ছিল। স্টেশনের অদূরে ট্রেনটি ধীরগতি হলে কনস্টেবল নাঈম মিয়া সন্দেহভাজন মাইনুল ইসলামকে নিয়ে ট্রেন থেকে নেমে ভৈরব রেলওয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ মাইনুলকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় এসে মাইনুলের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় আটককৃত মাইনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।