ভৈরবে তিন মাদক বিক্রেতার জেল-জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে তিন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে ভৈরবের পলতাকান্দা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় পৌর কাউন্সিলর আরেফিন জালাল রাজীব ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান রাসেলের সহায়তায় গতকাল রাত ৯টার দিকে শহরের পলতাকান্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের নূরুল আমিন (৬০), সুমন মিয়া (৪০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের শান্তা বেগমকে (৩৫) আটক করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে নূরুল আমিন ও সুমন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা এবং শান্তা বেগমকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।