ভৈরবে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় আজ বুধবার।

তৃণমূল পর্যায়ে বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফবিডি) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক কর্মশালায় উপজেলার ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার নির্বাচিত ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গতকাল সকালে বিতর্ক কর্মশালার উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদ।

এনডিএফবিডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক রকিবুল হান্নান মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, দৈনিক সমকালের ভৈরব প্রতিনিধি মো. নজরুল ইসলাম রিপন, বিটিভিতে একাধিকবার বিতর্কে অংশগ্রহণকারী বিতাকির্ক আজরান কারীমা আজরা, শেখ নাজিফাহ ইসলাম, রুবাইয়াত ইয়ানা প্রমুখ।

কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন এনডিএফবিডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রিপন, লুবনা আক্তার ও শফিকুল ইসলাম বাপ্পী।