ভৈরবে দুই শতাধিক ভাসমান মানুষের মধ্যে সেহেরি বিতরণ

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে দুই শতাধিক ভাসমান মানুষের মধ্যে সেহেরি বিতরণ করেছে ‘সেভ দ্য টুমোরো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে দুই শতাধিক ভাসমান মানুষের মধ্যে সেহেরি বিতরণ করেছে ‘সেভ দ্য টুমোরো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রোববার ভোরে শহরের নিউ টাউন, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন পয়েন্টে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সেহেরির প্যাকেট লোকজনের হাতে তুলে দেন।

সংশ্লিষ্টরা জানায়, বরকতময় এই মহতী আয়োজনটি সম্পন্ন করতে ‘সেভ দ্য টুমোরো’ ভৈরব শাখার তত্ত্বাবধায়ক তানিম আহমেদ, সভাপতি জাহিদুল ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক জান্নাতুল মিশু, স্বেচ্ছাসেবক সালমান আনওয়ার মোহাম্মদ, পলক দেবনাথ, মেধা, রানা প্রধান, তোফাজ্জল হোসেন তূর্য, শামীম আহমেদ, বাদশা, অনন্য, সাব্বির প্রমুখ সার্বিক সহায়তা করেন।

স্বপ্নবাজ তরুণ-তরুণীদের এই সেভ দ্য টুমোরো ফাউন্ডেশনের বিস্তৃতি দেশের ৬৪ জেলা জুড়ে। ‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’- এই স্লোগানকে মননে ধারণ করে কাজ করে যাচ্ছেন তারা সুবিধাবঞ্চিতদের জন্য।