ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ জেলেকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার কারেন্টজাল ও আট হাজার ৫৮০ মিটার রিংজাল জব্ধ করা হয়।
আজ সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস সৌরভের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।
পরে জব্ধকৃত জালগুলো পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানায় মৎস্য বিভাগ।
অভিযানে নিষিদ্ধ এসব জাল ব্যবহার করার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। পরে তাদের ২২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্টজাল ও রিংজাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে জালসহ এসব জেলেকে আটক করা হয়।
পরে আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের আর্থিক জরিমানা করা হয়। নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান।