ভৈরবে মাস্ক না পরায় ৯ জনকে জরিমানা

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করায় নয়জনকে মোট পাঁচ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করায় নয়জনকে মোট পাঁচ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় তিনি সবাইকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, মঙ্গলবার বিকেলে তিনি ভৈরব বাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করার দায়ে নয়জন ব্যক্তিকে আটক করে জরিমানা আদায় করেন।

বর্তমান মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই রকম অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।