ভৈরবে মেঘনাতীরের অর্ধশত দোকানঘর উচ্ছেদ

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতীরের রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হচ্ছে। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনাতীরের অর্ধশত দোকানঘর উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় নদীর তীরে অবৈধভাবে মজুত রাখা বালু ও পাথর নদীতে ফেলে দেওয়া হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনাতীরের রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটির উপপরিচালক মো. শহীদুল্লাহ।

ভৈরব নৌপুলিশের সহযোগিতায় পরিচালিত ওই উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটির ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল, ট্রাফিক পরিদর্শক মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটির উপপরিচালক মো. শহীদুল্লাহ বলেন, ‘সরকারি জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকান নির্মাণ করা যায় না। এই এলাকার অন্য স্থানেও এ ধরনের অভিযান চালানো হবে।’: