ভৈরবে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Looks like you've blocked notifications!
ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া অভিযান এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) অব্যাহত ছিল।

ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথের ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় ভৈরব–কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দুই পাশের জায়গা দখল করে লোকজন দুই শতাধিক অবৈধভাবে স্থাপনা, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে। আর স্থাপনা করার আগে রেলওয়ে কর্তৃপক্ষের পূর্বানুমতিও নেয়নি কেউ।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশে ৬০ ফুটের ভেতরে কোনো স্থাপনা গড়ে তোলার নিয়ম নেই। সেই কারণে অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।