ভৈরবে ৫৫৩ বোতল ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

Looks like you've blocked notifications!
ভৈরবের নাটাল মোড় এলাকা থেকে শুক্রবার সকালে ৫৫৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে র‌্যাব। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবের নাটাল মোড় এলাকা থেকে ৫৫৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বাল্লা গ্রামের আব্দুল্লাহ (৪৫) ও শাহজালালপুর গ্রামের সুফিয়ান আহমদ (২২)।

এ সময় আটক দুজনের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‍্যাব-১৪ (সিপিসি-৩) ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা সংলগ্ন নাটাল মোড়ে অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে এতে তল্লাশি চালিয়ে আব্দুল্লাহ ও সুফিয়ান আহমদকে আটক করা হয়। প্রাইভেটকারটি থেকে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।