ভৈরবে ৮০০ এতিম ও বিধবার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ৮০০ এতিম ও বিধবার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ৮০০ এতিম ও বিধবার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি অব বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে সংস্থার দেশীয় সহযোগী সংগঠন নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের (নর) পরিচালনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, পাঁচ লিটার তেল, তিন কেজি ছোলা, তিন কেজি মুসুরির ডাল, তিন কেজি খেঁজুর, দুই কেজি চিনি, এক কেজি লবণসহ মোট ৪২ কেজি ইফতার সামগ্রী। প্রতিটি প্যাকেট তুলে দেন কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর।

এতিমখানা চত্বরে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী, কাতার চ্যারিটি বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মো. জসীম উদ্দিন, গ্রিন সার্কেল ফাউন্ডেশনের প্রতিনিধি নাজমুল হোসেন কাউসার, হাজি আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ্, হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব প্রমুখ।