ভোটের জন্য বাণিজ্য মেলা বন্ধ থাকবে দুদিন

Looks like you've blocked notifications!

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। এই ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) বাণিজ্য মন্ত্রণালয়কে আগামী শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে।

আজ মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনাপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- ‘ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের পূর্ববর্তী দিন ও ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি-২০২০ ও ১ ফেব্রুয়ারি-২০২০ তারিখ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

এর আগে গত ১৪ জানুয়ারি ডিএমপি থেকে মেলা দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিতে ইসিকে সুপারিশ করা হয়। পরে ১৬ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি কমিশনকে জানানো হয়।