ভোলায় জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেটসহ আহত ৬

Looks like you've blocked notifications!
ভোলার মেঘনায় অভিযানকালে জেলেদের হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা। ছবি : এনটিভি

ভোলার মেঘনা নদীতে জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে ভোলার মেঘনা নদীর ভোলারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবি আব্দুল্লাহ খান এবং উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা মেঘনায় অভিযানে যান। এ সময় নিষিদ্ধ জোনে মাছ শিকারি জেলেরা অভিযানকারী কর্মকর্তাদের ওপর ইট, পাথর নিয়ে হামলা করে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাসহ ছয়জন আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনায় বসেছি। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সঠিকভাবে ইলিশের প্রজননের জন্য গত ১৪ অক্টোবর থেকে আজ ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়।