ভোলায় ৩৪ জেলে আটক, জেল-জরিমানা
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলা সদর এবং চরফ্যাশনে পৃথক অভিযানে ৩৪ জেলেকে আট করা হয়েছে। আজ শনিবার সকালে মৎস্য বিভাগের দুটি দল মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করে।
আটকদের মধ্যে ভোলা সদরে ২৯ জন এবং চরফ্যাশনে পাঁচজন রয়েছেন। এদেরমধ্যে ১৩ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ১৬ জনকে ২০ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। বাকি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানের সময় জব্দ করা হয়েছে ২০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল। অভিযানে জব্দ করা হয়েছে ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে জেলায় সর্বমোট ৯৫ জনকে আটক করা হলো।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানিয়েছেন, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি দল মেঘনায় ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনার কাঠির মাথা, ইলিশা ও তুলাতলী থেকে ২৯ জন এবং চরফ্যাশনের তেঁতুলিয়া থেকে পাঁচ জেলেকে আটক করা হয়। তাদের জেল-জরিমানার প্রস্তুতি চলছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।