ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

বরিশালে বাবুগঞ্জ উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষিকার নাম তাসমিন আক্তার শিখা (৩৮)। তিনি উত্তর ভূতেরদিয়া এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনর স্ত্রী এবং ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমিন আক্তার শিখা তাঁর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষিকা শিখা।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখছি।’