ভ্রাম্যমাণ আদালতের ওপর শ্রমিকদের হামলা, আহত ৬

Looks like you've blocked notifications!
নেত্রকোনার দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার পর অবৈধ বাংলা ড্রেজারগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার খবরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানকারীদের ওপর ড্রেজার শ্রমিককদের হামলায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

আহতরা হলেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এআই) রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভূমি অফিস কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও ঘাট শ্রমিক রফিক ৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম জানান, উপজেলার সোমেশ্বরী নদীর ১ নম্বর বালুঘাট এরিয়া থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উঠানো হচ্ছে। এমন খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণের নেতৃত্বে আজ বুধবার দুপুরে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। তাঁরা ১ নম্বর বালুঘাটে পৌঁছালে তাঁদের ওপর  হামলা করে ড্রেজার শ্রমিকরা। এতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই), দুজন কনস্টেবল, দুজন ভূমি অফিস কর্মচারী ও একজন শ্রমিক গুরুতর আহত হন।

আহতরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলমসহ টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বালুঘাটের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

এ ব্যাপারে ওসি শাহনুর এ আলম আরো জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে নামছে পুলিশ।