মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪) নামের আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদরের বাসিন্দা। আর, রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা।
গতকাল শুক্রবার মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন পুরুষ এবং এক জন নারী।
এদিকে, গতকাল পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৪ হাজার ৬৫৬ জন।