মগবাজারে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ফাইল ছবি

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত সুভাষ চন্দ্র সাহা (৬২) নামের একজন মারা গেছেন। গতকাল সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার রাতে বিষয় এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া।

মগবাজারে বিস্ফোরণে সুভাষ চন্দ্র সাহার মৃত্যুর মধ্যে দিয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। যদিও একজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বাচ্চু মিয়া বলেন, সোমবার রাতে সুভাষের অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাচ্চু মিয়া আরও বলেন, বিস্ফোরণ দুর্ঘটনায় সুভাষের মাথায় গুরুতর জখম হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুভাষের মরদেহ মঙ্গলবার দুপুরে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক সূত্র বলছে, এক ছেলে এক মেয়ের জনক সুভাষ সাহা কুমিল্লার চান্দিনা উপজেলার মৃত মনমোহন সাহার ছেলে। তিনি পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন ভবনটির আশপাশের শতাধিক মানুষ। বিস্ফোরণের ঘটনায় ২৯ জুন মামলা করে রমনা থানার পুলিশ।