‘মজা করে ইয়াবায় টান’, ছাত্রলীগনেতার ভিডিও ভাইরাল
কুমিল্লা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছাত্রলীগনেতা ফরহাদ স্বীকার করেছেন, ‘মজা করে ইয়াবা টান দিয়েছিলাম, কিন্তু বন্ধুরা সেটি ভিডিও করে ছড়িয়ে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।’
ফরহাদ হোসেনের ইয়াবা সেবনের ভিডিওটি সম্প্রতি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ কারণে এখন তোপের মুখে আছেন এই নেতা ।
ভিডিওতে দেখা যায়, ফরহাদ হোসেন ফকির বিছানায় বসে ইয়াবা সেবন করছেন। ১৩ সেকেন্ডের ভিডিওতে তাঁর সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে ফরহাদ হোসেন ফকির আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ থেকে তিন বছর আগে বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মজা করে ইয়াবা কেমন সেটি জানার জন্য একটা টান দিয়েছি। তখন কে বা কারা ষড়যন্ত্র করে এটা ভিডিও করেছে। এখন আবার তা প্রকাশ করল। সত্যি এটা দুঃখজনক। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি।’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আজ এনটিভি অনলাইনকে বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। ছাত্রলীগে মাদকাসক্তদের কোনো স্থান নেই। কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে কুমিল্লা উত্তর ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক সাংবাদিকদের বলেন, ভিডিওটি সবার মতো আমিও দেখেছি। সেখানে আমার বলার কিছু নেই। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।