মতিঝিলে ফুটপাত থেকে কুরিয়ার সার্ভিসকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর মতিঝিল এলাকায় ফুটপাত থেকে নুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদ আহমেদ বলেন, ‘মতিঝিল বিমান অফিসের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।’
ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে নুরুল ইসলামের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এসআই ফরিদ।
ফরিদ আহমেদ আরও জানান, নুরুল ইসলামের বিস্তারিত পরিচয় জানতে খোঁজ করা হচ্ছে। তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।