মতের মিল না হলেই চড়াও হচ্ছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা দেখছেন, প্রতি মুহূর্তে যেই একটু কথা বলছে, মতের সঙ্গে মিল না হলে তাদের প্রতি তারা (সরকার) চড়াও হচ্ছে। তাকেই তারা আক্রমণ করছে। আজকে সত্যিকার অর্থেই তারা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।’
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শত নাগরিক জাতীয় কমিটির উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘এখন রাস্তায় নেমে আসা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এটা কেবলমাত্র রাজনৈতিক দল বিএনপি নয়, শুধু বিরোধী দলগুলো নয়। সবাইকেই রাস্তায় নেমে আসতে হবে। আজ প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন, কেউ কিন্তু বাদ যাচ্ছেন না। তাই সবাইকেই রাস্তায় নেমে আসতে হবে।’
‘সরকার একটি দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। এই দেশবিরোধী শক্তিকে সরাতে হলে অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের পরাজিত করার জন্য কাজ করতে হবে। জনগণকে সংগঠিত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে’, যোগ করেন বিএনপির মহাসচিব।
খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘খন্দকার মুস্তাহিদরা সব সময় জন্মায় না। এটাই বাস্তবতা। এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাঁকে আমাদের খুব দরকার ছিলো। আমরা একটি ভয়াবহ সময় অতিক্রম করছি।’
স্মরণসভায় আরও বক্তব্য দেন বুদ্ধিজীবী ড. মাহবুব উল্লাহ, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন, সাংবাদিক নেতা এম এ আজিজ, কবি আব্দুল হাই শিকদার, আব্দুল কাদের গনি চৌধুরী প্রমুখ।