মদন পৌর নির্বাচনে মেয়র ৬, কাউন্সিলর পদে ৪২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র ছয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফ, বিএনপি মনোনীত জেলা যুবদলের সদস্য মো. এনামুল হক, জাপা থেকে মনোনীত প্রার্থী ক্ষুদিরাম চন্দ্র দাস, বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী মাশরিকুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক ও আব্দুর রউফ মনোনয়ন দাখিল করেছেন।
এ পৌরসভায় মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ৮৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৩২৪ জন ও নারী ছয় হাজার ৫১৭ জন।