মদিনায় করোনা উপসর্গে দক্ষিণ চট্টগ্রামের ২ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
মদিনায় করোনা ‍উপসর্গে যারা যাওয়া দক্ষিণ চট্টগ্রামের দুই বাসিন্দা। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সৌদি আরবের মদিনায় আরো দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ রেজাউল করিম বাবুল (৪৫) ও হাফেজ মাওলানা আবুল কাশেম (৪৮)। তাঁরা মদিনার উহুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মারা যান।

মদিনায় অবস্থানরত লোহাগাড়ার বাসিন্দা সাংবাদিক খলিল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রেজাউল করিম বাবুলের গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এবং হাফেজ মাওলানা আবুল কাশেমের বাড়ি চট্টগ্রাম জেলায় বাশঁখালী থানায়। তিনি মদিনা চউক খোদরায় বনফুল হোটেলের কর্মরত ছিলেন।

বাবুলের ছোট ভাই শিক্ষক ছরওয়ার কামাল খোকন জানান, বাবুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত ২৩ এপ্রিল রাতে তাঁর ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে যায়। ফলে বাসার লোকজন তাঁকে মদিনার উহুদ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।