মদ রাখার মামলায় সংগীতশিল্পী আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র

Looks like you've blocked notifications!
সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত

অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) জামাল এ অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তোজাম্মেল হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার থেকে জানা যায়, তেজগাঁও থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে সংগীতশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ মদ পাওয়া যায়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত