মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প
রাজধানী ঢাকা, ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ২৮ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৫। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তি মায়ানমারে। সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষিতর খবর পাওয়া যায়নি।
সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বারবারই বলে আসছেন বিশেষজ্ঞেরা। সক্রিয় চ্যুতির কারণে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সিলেটে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
এর আগে গত ৭ জুন এক মিনিটের ব্যবধানে সিলেটে দুই দফায় ভূমিকম্প হয়। তার আগে গত ৩০ ও ৩১ মে পাঁচ দফা কেঁপে ওঠে সিলেট।
বারবার ভূমিকম্পের ফলে সিলেটের মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।