মন্ত্রিসভায় আইন অনুমোদন : কুড়িগ্রামে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়
কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আজ সোমবার মন্ত্রিসভা এ সংক্রান্ত ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সচিব বলেন, কৃড়িগ্রাম এক সময় মঙ্গাপীড়িত ছিল। সেখানে যদি এ ধরনের বিশ্ববিদ্যালয় হয় তাহলে কৃষি নিয়ে গবেষণা হবে। এর মধ্যে দিয়ে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলবাসীর আর্থ-সামাজিক অবস্থার আরো উত্তরণ হবে। ওই এলাকার লোকজনের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়ন করার লক্ষ্য নিয়ে সেখানে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য।
ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশে মোট ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে ৪৬টি সরকারি ও ১০৭টি বেসরকরি। আর দেশে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে।
সচিব বলেন, এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।