মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। এনটিভির ফাইল ছবি

রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মামুন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেটের সামনে এ ঘটনা ঘটে।’

নিহত মো. মামুন (৩৭) সুনামগঞ্জের ধর্মপাশা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মাঈনুদ্দিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেটের একটু সামনে ট্রেনের ধাক্কায় মামুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। তার পকেটে থাকা এনআইডি কার্ড থেকে নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

বাচ্চু মিয়া বলেন, ‘দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে (মামুনকে) উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।’