‘মহিউদ্দিন-ঘনিষ্ঠ’ সুজন ‘আস্থার মর্যাদা’ রাখতে চান
দীর্ঘ পাঁচ দশক রাজনীতি করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। এর আগে ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও হাতছাড়া হয়ে যায় আইন প্রণেতা হওয়ার স্বপ্ন। সর্বশেষ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েও না পাওয়ার হতাশায় ছিলেন সুজন। এর আগে ও পরে দীর্ঘ পাঁচ দশক নানা দাবি আদায়ে টানা মাঠে ছিলেন রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন।
রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়ে সঙ্গে ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর সান্নিধ্যে।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক হিসেবে রাজনীতিবিদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস মহামারির কারণে চসিক নির্বাচন স্থগিত হয়ে যায়।
খোরশেদ আলম সুজন জানান, প্রধানমন্ত্রী তাঁর ওপর যে আস্থা রেখেছেন, সে আস্থার মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। সব মেধা-মনন দিয়ে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালনের পাশাপাশি নাগরিক সেবা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এর আগে মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনসহ ১৮ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেন।
খোরশেদ আলম সুজন ১৯৮৬ সালে জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এর আগে ১৯৭০ সালে স্কুলের ছাত্র আন্দোলনে রাজনীতির হাতেখড়ি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। পরে জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এরশাদবিরোধী আন্দোলনে তিনি একাধিকবার কারাভোগ করেন।
বর্তমানে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন রাজনীতির পাশাপাশি চট্টগ্রামে মেয়র হজ কাফেলার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন।
নতুন প্রশাসক সুজনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদায়ী মেয়র আ জ ম নাছিন উদ্দীন।