মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/04/bbb.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের আহত যুবকের নাম সুরুত আলম (৪০)। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকায় সীমান্তে পাহাড়ি মোরগ ধরতে যায় কয়েক যুবক। এ সময় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যৃবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত যুবকের নাম সুরুত আলম। তিনি ছেঁড়ার মাঠ এলাকার বাচামিয়ার ছেলে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ‘মাইন বিস্ফোরণে আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় পাহাড়ের বন মোরগ ধরতে গিয়েছিল বলে জেনেছি।‘
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশারতলী ও মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় স্থলমাইন বিস্ফেরণে গত মাসে দুই বাংলাদেশি আহত হয়। সীমান্ত পথে চোরাচালান এবং রোহিঙ্গা আনাগোনা ঠেকাতে কাঁটাতারে বেড়া ঘেঁষে মাইন পুতে রেখেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।