মাওলানা মামুনুল হক এখন খুলনা কারাগারে
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে একটা মামলায় আদালতে হাজির করতে গাজীপুর থেকে খুলনা কারাগারে আনা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে মামুনুল হককে আনা হয় বলে নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেলার মোহাম্মদ তরিকুল ইসলাম।
জেলার জানান, আজ সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মাওলানা মামুনুল হককে নিয়ে খুলনার উদ্দেশে পুলিশ প্রহরায় রওনা দেয়। বিকেল ৪টার দিকে তাঁকে নিয়ে খুলনায় এসে পৌঁছায়। সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য তাকে এখানে আনা হয়েছে।
জেল সুপার আরও জানান, মাওলানা মামুনুল হকের জন্য কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ কয়েদীদের সঙ্গে না রেখে তার জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে হাজির করা হতে পারে।
হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।