মাকে খুন, ২২ মাস পর ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জ শহরে মা রাশিদা খানমকে (৬৫) হত্যার অভিযোগে ২২ মাস পর ছেলে নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাতে গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে নিয়ন পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সুপার হাসিবুল আলম আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার আসামি শনাক্ত করতে দীর্ঘ সময় লেগেছে। মামলাটি পরিচালনার জন্য ছয়জন তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ আমার গোয়েন্দা শাখার কর্মকর্তারা এ মামলার মূল আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’
জেলা গোয়েন্দা শাখার দায়িত্বরত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বলেন, ‘মামলাটি স্থানান্তর করে আমার কাছে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ এক বছর আট মাস মূলতবি থাকা মামলাটি আমি সরাসরি তত্ত্বাবধায়ন করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের বড় ছেলে নাহিদ হাসান নিয়নের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।’
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাহিদ ইমরান নিয়ন তার মা রশিদা খানমকে হত্যার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন মুক্তিযোদ্ধা মৃত গাজী তোজাম্মেল হকের স্ত্রী রাশিদা খানমকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত মামলা করেন। মামলাটি অধিক গুরুত্ব দিয়ে প্রকৃত আসামি ও হত্যার রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।