মাগুরার মধুমতি নদীতে নৌকাবাইচ, মানুষের ঢল
করোনা ভীতি কাটিয়ে কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতিতে মাগুরার মধুমতি নদীতে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ বুধবার বিকেলে জেলার মহম্মদপুরের শেখ হাসিনা সেতু এলাকায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে তিন দিনব্যাপী মেলাও চলবে।
এ প্রতিযোগিতায় ১১টি নৌকা অংশ নেয়। নদীর দুই তীরে সব বয়সী হাজারো মানুষের উপস্থিতিতে জমে ওঠে মেলা। মেলায় শিশুদের আনন্দ বাড়াতে নৌকা ও নাগরদোলা দেখা যায়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান প্রমুখ।
নৌকাবাইচে প্রথম স্থান লাভ করে খুলনার এমপি সালাম মুর্শীদির নৌকা এবং দ্বিতীয় স্থান পায় মাগুরা সদরের বড়শলই গ্রামের লিয়াকত মোল্ল্যার নৌকা।
সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সুস্থ বিনোদন হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব দেন প্রধান অতিথি বীরেন শিকদার।