মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ৫

Looks like you've blocked notifications!
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্রে করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ছবি : এনটিভি

মাদ্রাসায় কমিটি গঠনকে কেন্দ্রে করে মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে আজ রবিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। গুরুতর আহতদের সাচিলাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব কুমার জানান, তখলপুর মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে আজ সকালে বর্তমান মেম্বার মকবুল হোসেন এবং সাবেক মেম্বার আব্দুর রউফের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর শুরু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।