মাগুরায় নিত্যপণ্যের দাম কমাতে মানববন্ধন

নিত্যপণ্যের দাম কমাতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে মাগুরা গণকমিটি। ছবি : এনটিভি
চাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে মাগুরা গণকমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে প্রতি কেজি চালের দাম তিন থেকে চার টাকা বেড়েছে। ব্যবসায়ীদের কারসাজিতেই বেড়েছে দাম।
সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। তাঁদের টিকে থাকা দায় হয়ে পড়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী, সদস্য সচিব প্রকৌশলী সম্পা বসু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী নজরুল ইসলাম ফিরোজ, জাসদ নেতা বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।