মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত

Looks like you've blocked notifications!

মাগুরায় প্রথমবারের মতো করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। ওই রোগী একজন যুবক। জেলায় এ পর্যন্ত ১০২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৯১ জনের নেগেটিভ এসেছে।

আজ বুধবার মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগেডাঙ্গা গ্রামের এক যুবক করোনা পজিটিভ হয়েছে। তিনি গত ১৭ এপ্রিল ঢাকার আশুলিয়া থেকে বাড়িতে আসেন। ওই পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে শুধু তাঁর টেস্ট পজিটিভ এসেছে। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন থাকবেন। ওই বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।