মাগুরায় বাসচাপায় নিহত ২
মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া ইটভাটার সামনে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে কানুটিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘনটাস্থলেই ইজিবাইকচালক রাব্বি হোসেন (২৩) ও যাত্রী জসিম মিয়া (২৪) নিহত হন। তাদের মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রাব্বি পাশের আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম ভাবনপাড়ার রশিদ মিয়ার ছেলে। এ ছাড়া মারাত্মক জখম দুজনসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
দুর্ঘটনাস্থল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।