মাগুরা বিএনপির করোনা হেল্প সেল উদ্বোধন
মাগুরা জেলা বিএনপির উদ্যোগে করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেল কার্যক্রমের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা শহরের ভায়না এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে করোনা হেল্প সেলটি চালু করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে জেলা বিএনপির হেল্প সেল উদ্বোধনকালে নিতাই রায় চৌধুরী বলেন, ‘করোনা সংক্রমণে এবং লকডাউনে দেশের প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবন যাপন করছে। সরকার সবকিছুর দাম বাড়িয়ে দিলেও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না।’
এ সময় বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো. আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ প্রমুখ।
প্রতিদিন বিএনপির করোনা হেল্প সেল থেকে জরুরি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড সেনিটাইজার, মাস্কসহ করোনা রোগীর স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানান বক্তারা।