মাছের ঘেরে বিষ দিয়ে অংশীদারকে ফাঁসানোর অভিযোগ

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলা থানা ভবন। ছবি : এনটিভি

অংশীদারকে ফাঁসাতে মোংলার একটি মাছের ঘেরে কীটনাশক দেওয়ার অভিযোগ উঠেছে। মাছের ঘেরটি নিজ কবজায় নিতে অংশীদার কাওছার হাওলাদারকে মারধরসহ প্রাণনাশের হুমকিরও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হাওলাদার ও তাঁর সহযোগী মারুফ বাবুর বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাওছার। 

লিখিত অভিযোগে জানা যায়, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকায় ২৮ বিঘার একটি মাছের ঘের সাড়ে তিন লাখ টাকায় ২০২০ সালের ১ জানুয়ারি লিজ (বন্ধক) নেন কাওছার হাওলারদার ও ফারুক হাওলাদার। মেয়াদ শেষের আগে ওই মাছের ঘের থেকে কাওছার হাওলাদারকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র শুরু করে অংশীদার ফারুক হাওলাদার। গত ২৭ ডিসেম্বর রাতের অন্ধকারে ওই মাছের ঘেরে বিষ দেন এবং কাওছার হাওলাদারকে মারধর করেন ফারুক ও তাঁর সহযোগী মারুফ বাবু।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মারুফ হাওলাদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার সহকারী উপপরিচদর্শক (এএসআই) আবুল হোসেন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’