মাছের সঙ্গেও শত্রুতা!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/27/satkhira_fish.jpg)
শত্রুতা করে পুকুরে বিষ ঢেলে দেওয়ায় লাখ টাকার মাছ মারা গেছে। মরে ভেসে উঠেছে রুই-কাতল, মৃগেল, সিলভার কার্প ছাড়াও শোল-মাগুর মাছ। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা জেলা শহরের কুখরালিতে পুকুরে বিষ দেওয়ার এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক শরিফুজ্জামান শিমুল এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগে শিমুল জানান, দুই পক্ষের সুবিধার্থে ভোগ দখলীয় জমির সীমানা বদল করে নেন তাঁর বাবা আবদুল হাকিম ও প্রতিবেশী আলতাবুল ইসলাম। উভয়পক্ষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। তিনি জানান, প্রতিপক্ষের আলতাবুল হঠাৎ করে বদলকৃত জমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে কিছু না বলেই ঘর তৈরি করতে থাকেন। এতে বাধা দিয়ে সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম এবং পুলিশ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন সালিশ অনুযায়ী আলতাবুল তাঁর নিজের জায়গায় ফিরে যান।
এ ঘটনার একদিনের মাথায় শনিবার রাতে ওই জমির পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার মাছ মরে যায়। শিমুল এ ঘটনার জন্য প্রতিবেশী আলতাবুল দায়ী বলে তাঁর অভিযোগে উল্লেখ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, অভিযোগ অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।