মাঠের চ্যালেঞ্জ জানতে ডিসি-এসপিদের সঙ্গে বসবে ইসি

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

নির্বাচন পরিচালনা করতে মাঠপর্যায়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা জানতে ও সেগুলো থেকে উত্তরণের পথ বের করতে সকল জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৮ অক্টোবর শনিবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি আগারগাঁওয়ের ‘নির্বাচন ভবনে’র অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, ‘সব ধরনের নির্বাচন পরিচালনায় জেলা ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সামনে জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আছে। তাই, সার্বিক পরিস্থিতি সম্পর্কে কমিশন মাঠের রিপোর্ট বুঝতে চায়।’

নির্বাচন কমিশনার বলেন, ‘জেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের চ্যালেঞ্জগুলো জানতে চাই। এ কারণে দ্বাদশ সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন দক্ষতার সঙ্গে, সম্মিলিতভাবে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে মতবিনিময়, সমন্বয় সাধন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করাই হবে এই আলোচনার উদ্দেশ্য।’

মো. আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচন পরিচালনা করতে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো থেকে উত্তরণের পথ বের করতে মতবিনিময় করবে কমিশন। আমি মনে করি, শেষ সময়ে তড়িঘড়ি করে অনেক সমস্যার সমাধান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা চাই নির্বাচনে সবাইকে সমান সুযোগ দিতে এবং আস্থার পরিবেশ তৈরি করতে। তাই আমরা যদি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটু আগে থেকে সব স্তরে কাজ শুরু করি এবং নজরদারি রাখতে পারি তাহলে নির্বাচন পরিচালনায় সাফল্য নিশ্চিত, ইনশাআল্লাহ।’