মাদকের টাকার জন্য মাকে হত্যা, ‘দোষ স্বীকার’ ছেলের
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকের টাকার জন্য নিজের মাকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ছেলে সজীব হাওলাদার।
গতকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ আসামি সজীব হাওলাদারকে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগার পাঠানোর নির্দেশ দেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার মুন্সি মোহাম্মদ শাহাজাহান এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নথি থেকে জানা যায়, যাত্রাবাড়ী মীরহাজিরবাগ চৌরাস্তায় লাড্ডু মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন সুরাইয়া আক্তার। স্বামী বিল্লাল হাওলাদার মারা গেছেন। সুরাইয়া বাসা-বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ছেলে সজিব ছিলেন মাদকাসক্ত।
গত শুক্রবার রাতে মায়ের কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে তাঁকে মারধর শুরু করে। অত্যাচার সইতে করতে না পেরে সুরাইয়া বেগম রাস্তায় বেরিয়ে যান। ছেলে সজিব রাস্তায় গিয়েই মাকে ছুরিকাঘাত করেন।
এ সময় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় সুরাইয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ছোট ছেলে আহাদ হাওলাদার যাত্রাবাড়ী থানায় মামলা করেন।