মাদক নিরাময়কেন্দ্র থেকে পালিয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ

Looks like you've blocked notifications!
নিখোঁজ মাদকসেবীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধার তৎপরতা ও উৎসুক জনতার ভিড়। ছবি : এনটিভি

গাজীপুরের কালিয়াকৈরে নিউ প্রত্যয় মাদক নিরাময়কেন্দ্র থেকে এক মাদকসেবী পালিয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই মাদক নিরাময়কেন্দ্র থেকে মাদকসেবী জাহিদ হোসেন (২৭) আজ সকালে পালিয়ে বের হয়ে যান। পরে কেন্দ্রের লোকজন দেখে ফেললে পাশের তুরাগ নদে ঝাঁপ দেন তিনি । এরপর থেকে তিনি নিখোঁজ হন। ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধারে কাজ করছে।

মাদক নিরাময়কেন্দ্র সূত্র জানায়, গত ১৭ প্রিল গাজীপুর সদর উপজেলার মনিপুর থেকে কালিয়াকৈর বাজারের ওই নিরাময়কেন্দ্রে আনা হয় মাদকসেবী জাহিদকে। পরে আজ সকালে কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে নিরাময় কেন্দ্রের লোকজন তাকে দেখে ফেলে। পরে তিনি পাশের তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী থেকে ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আজিম হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।