মাদারীপুরে অপহরণের পাঁচ দিন পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
মাদারীপুরে অপহরণের পর নিহত মোয়াজ্জেম হোসেন ও তাঁর স্ত্রী মাকসুদা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় অপহরণের পাঁচ দিন পরে স্বামী ও স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকার মোয়াজ্জেম সরদার  (৫৫) ও তাঁর স্ত্রী মাকসুদা বেগম (৫০)।

স্থানীয়রা জানায়, ছেলেমেয়েদের সঙ্গে রাতের খাবার খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যায় মোয়াজ্জেম ও তাঁর স্ত্রী। কিন্তু সকালে তাঁর মেয়ে ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে দেখেন তাঁর বাবা ও মাকে ঘরে নেই। সকাল থেকে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। পরে এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়।

পরিবারের দাবি, তাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন বলে জানা যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় মামলা করা হয়েছিল। অপহরণ চক্রকে ধরার জন্য অভিযান চলছে। নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’