মাদারীপুরে ইউএনওসহ নতুন আক্রান্ত ৫৭, মোট ৩৫০

Looks like you've blocked notifications!

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে আরো ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় একজন, রাজৈরে ২৩, শিবচরে ১৭ এবং কালকিনিতে ১৬ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সুমন, পাচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হাওলাদার, হাইওয়ে পুলিশের নয় সদস্য, আমার গাড়ি চালকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে শিবচরের ৬৪ জন করোনায় আক্রান্ত হলো। আমিও হোম কোয়ারেন্টিনে যাচ্ছি।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সুমন বলেন, ‘আমার কোনো করোনা উপসর্গ নেই। আমি সুস্থ আছি। বাসায় করোনার চিকিৎসা নিচ্ছি।’

মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৯৭ জন, শিবচর উপজেলায় ৬৪ জন, রাজৈর উপজেলায় ১১৩ জন এবং কালকিনি উপজেলায় ৭৬ জন। সুস্থ হয়েছে ১০৫ জন। চিকিৎসাধীন রয়েছে ১৬২ জন। মারা গেছে পাঁচজন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে।