মাদারীপুরে ইটভাটার পাশে পড়ে ছিল যুবকের লাশ
মাদারীপুর সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা হাটসংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় মাথাভাঙ্গা হাট সংলগ্ন ইটভাটার পাশে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্বৃত্তরা গলায় গামছা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘খবর পেয়ে আমরা মাথাভাঙ্গা এলাকায় ঘটনাস্থলে আসি। ওই যুবকের গলায় গামছা বাঁধা ছিল। স্থানীয়রা লাশ শনাক্ত করতে পারেনি। আমরাও এখন পর্যন্ত পরিচয় পাইনি।’