মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২
মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের কুঠিবাড়ী এলাকায় আজ শনিবার দুপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন মুন্সী (২৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। নিহত ইমন মুন্সী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলা সদরে ভোকেশনাল ইনস্টিটিউটের পূর্ব পাশে কুঠিবাড়ী এলাকায় মোফাজ্জেল হোসেন উজিরের নির্মাণাধীন তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আজ দুপুরে নির্মাণশ্রমিক ইমন ও তাঁর সহযোগীরা কাজ করছিলেন। এ সময় ইমন একটি পুরানো কেমিক্যালের ড্রাম খোলার চেষ্টা করলে হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ইমনের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে।