মাদারীপুরে গাছের সঙ্গে শত্রুতা
মাদারীপুরের কালকিনি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশীকরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগের সূত্রে পুলিশ জানায়, পশ্চিম শশীকর গ্রামের মিন্টু লাল সরকারের সঙ্গে একই এলাকার সমীর হালদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে সমীর তাঁর লোকজন নিয়ে মিন্টুর জমির তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাসার থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মিন্টু লাল সরকার জানান, জমি নিয়ে বিরোধের জেরেই ২৭০টি মেহগনী গাছ, ১৬টি কলা, ৪টি সুপারি, লেবু ৫টি, কাঁঠাল ১০টি, পেঁপে গাছ তিনটিসহ ৩৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।
অভিযুক্ত সমির বলেন, ‘এ জমিতে আমরাও ভাগ পাব। তাই আমরা আমাদের গাছ কেটেছি।’
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।